দর্শনায় ছাত্রলীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি:চুয়াডাঙ্গার দর্শনা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকর্মীকে রোববার (১৫ ডিসেম্বর) রাত ১১টার দিকে দর্শনার কেরু কোম্পানি এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলেন- দর্শনা পৌর এলাকার মোহাম্মদপুরের আব্দুল খালেকের ছেলে দর্শনা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম ববি ও আলাউদ্দিনের ছেলে ছাত্রলীগের সদস্য আহসান হাবীব রকি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনার কেরু কোম্পানি এলাকায় পৃথক অভিযান চালায় পুলিশ। এসময় ওই এলাকা থেকে ছাত্রলীগের রফিকুল ইসলাম ববি ও আহসান হাবীব রকিকে গ্রেপ্তার করা হয়। তাদের নামে দর্শনার পরানপুর গ্রামের রবিউল ইসলামের বাড়িতে হামলা ভাঙচুর এবং বাড়ির লোকজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগে গত ২৭ আগস্ট দর্শনা থানায় মামলা হয়েছে। ওই মামলার ৬৯ জন আসামির মধ্যে তারা দুজন অন্যতম।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর জানান, গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরের মধ্যে আদালতে তোলা হবে।

আইএনবি/বিভূঁইয়া