শরীয়তপুর প্রতিনিধি : আসুন পরিবারকে ডায়াবেটিস মুক্ত রাখে এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শরীয়তপুর ডায়াবেটিস সমিতির উদ্যোগে চিকিৎসা কার্যক্রম ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি র্যালি বের হয়ে প্রধান সড়ক হয়ে ডায়াবেটিস সমিতির কার্যালয় গিয়ে শেষ হয়। র্যালি শেষে ডায়াবেটিস সমিতির চিকিৎসা কার্যক্রম উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর জেলা সিভিল সার্জন ও জেলা ডায়াবেটিস সমিতির সহসভাপতি ডাঃ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক ও জেলা ডায়াবেটিস সমিতির সভাপতি কাজী আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহবুর রহমান শেখে, শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মনিরুল ইসলাম,জেলা ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক ও ডামুড্যা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ মোঃ মোস্তফা খোকন, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আবুল ফজল মাষ্টার প্রমুখ।
আইএনবি/বিভূঁইয়া