ওয়ারীতে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

আইএনবি ডেস্ক:রাজধানীর ওয়ারী এলাকা থেকে এক মাদক কারবারিকে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম হিজু শেখ।

ওয়ারী থানার অফিসার ইনচার্জ মোস্তাজিরুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার থানার টহল পুলিশ তথ্য পায় কাপ্তান বাজার এলাকায় এক ব্যক্তি গাঁজা বিক্রির জন্য অবস্থান করছেন। এই তথ্যের ওই এলাকায় অভিযান চালায় টহল টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৪ কেজি গাঁজাসহ হিজু শেখকে গ্রেফতার করা হয়।

ওয়ারী থানার মামলায় গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আইএনবি/বিভূঁইয়া