পিরোজপুরে অস্ত্রসহ জলদস্যু গ্রেপ্তার

বরিশাল প্রতিনিধি:
বরিশাল র‌্যাব-৮ এর সিপিএসসি কোম্পানীর একটি বিশেষ আভিযানিক দল পিরোজপুরে অভিযান চালিয়ে এক জলদস্যুকে গ্রেপ্তার করেছে। তার নাম সাইদুল ইসলাম হাওলাদার (৪০)।

মঙ্গলবার দুপুরে এক বিজ্ঞপ্তির মধ্যামে তথ্যের সত্যতা নিশ্চিত করেছে র‌্যাব।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জানতে পারেন জেলেদের অপহরণ ও চাঁদা আদায়ের জন্য জলদস্যু সাইদুল ইসলামসহ তাদের দলের একাধিক সদস্যরা পিরোজপুর জেলার সদর থানার বকুটিয়া ফেরিঘাট এলাকায় অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিত্বে সোমবার দিবাগত রাত পৌনে ১২ টার দিকে বরিশাল র‌্যাব-৮ এর সদস্য সেখানে অভিযান চালায়।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যু দল পালিয়ে গেলেও র‌্যাব সদস্যরা সাইদুল ইসলাম হাওলাদার নামের একজনকে আটক করেছে। এ সময় সেখানে তল্লাশী চালিয়ে একটি বিদেশী একনালা বন্দুক, দুইটি দেশীয় একনালা বন্দুক, দুইটি রামদা, নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আটক সাইদুল জানায়, তারা ডাকাতির উদ্দেশ্যে শরনখোলা থেকে এসেছে। তার নামে শরনখোলা থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এ ব্যাপারে র‌্যাব-৮ এর বরিশাল সিপিএসসি’র ডিএডি মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে পিরোজপুরের সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।

আইএনবি/বিভূঁইয়া