ব্যবসায়ীকে তুলে নিয়ে গুলি করে ও কুপিয়ে জখম

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে ৪৫ বছরের এক ব্যবসায়ীকে মাইক্রোবাসে তুলে নিয়ে গুলি করে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

টঙ্গীবাড়ি উপজেলার বেশনাল এলাকা থেকে মঙ্গলবার (২৪ জানুয়ারি) তাকে তুলে নিয়ে গুলি করে ও শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে সদরের আমঘাটা এলাকায় ফেলে রাখে বলে অভিযোগ করেছেন স্বজনরা।

আহত জিয়া সরকার সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের নোয়াদ্দা গ্রামের জেদ্দাল সরকারের ছেলে। তিনি ইট ও বালুন ব্যবসা করতেন।

পুলিশ আহত ব্যবসায়ীকে উদ্ধার করে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় মোল্লাকান্দিতে উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. সৈবাল বসাক জানান, তার শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। এছাড়া পায়ে দুটি গুলি করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আহত জিয়াকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

এ বিষয়ে সদর থানার ওসি তারেকুজ্জামান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশি অভিযান চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

আইএনবি/বিভূঁইয়া