শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের বুড়িরহাটে মূলধারার তাবলীগ জামায়েতের জেলার তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমার আজ দ্বিতীয় দিন। ইজতেমা উপলক্ষ্যে প্রথমদিন থেকে শরীয়তপুরে আগত মুসল্লিদের জন্য জেলা পুলিশের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সেবা ও বিশুদ্ধ খাবার পানি ব্যবস্থা করা হয়েছে। এই সেবা চলবে রবিবার আখেরি মোনাজাত পর্যন্ত।

এ বিয়ষে পালং মডেল থানার অফিসার ইনচার্জ আসলাম উদ্দিন বলেন, শরীয়তপুরের বুড়িরহাটে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা উপলক্ষ্যে পুলিশ সুপার আব্দুল মোমেন এর নির্দেশে শরীয়তপুরে আগত মুসল্লিদের জন্য জেলা পুলিশের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সেবা ও বিশুদ্ধ খাবার পানি ব্যবস্থা করা হয়েছে। ইজতেমা এলাকা ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। যাতে ইজতেমায় আগত মুসল্লিদের কোনো সমস্যা না হয় সে দিকেও নজর রাখা হয়েছে।
আইএনবি/জে.এম/বিভূঁইয়া