চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও জাসদ নেতা মঈন উদ্দীন খান বাদল বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় চিকিৎসাধীন অবস্থায় ভারতের বেঙ্গালুরুতে দেবী শেঠির নারায়ণ হৃদরোগ রিচার্স ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের (একাংশ) সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন ।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর থেকে ভারতে প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির তত্ত্বাবধানে ছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় হার্টফেল করায় তিনি মৃত্যুবরণ করেন।
মঈন উদ্দীন খান বাদল জাসদের কার্যকারী সভাপতি ছিলেন। বাদল ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার বোয়ালখালী সাতেলিতে জন্মগ্রহণ করেন। তার পিতা আলহাজ আহমদ উল্লাহ খান এবং মাতা যতুমা খাতুন। সহধর্মিনীর নাম সেলিনা খান।
তিনি দুই পুত্র এক কন্যা নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
আইএনবি/বিভূঁইয়া