টিকিট কিনতে কমলাপুরে উপচে পড়া ভিড়

আইএনবি ডেস্ক: সরকারি চাকুরেদের ঈদের টানা ছয়দিনের ছুটি মূলত শুরু হবে আগামী শুক্রবার (২৯ এপ্রিল) থেকে।  এ টানা ছয়দিনের ছুটিতে বাড়িতে যাওয়ার জন্য ট্রেনের টিকিট কিনতে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

আজ রোববার (২৪ এপ্রিল) দেওয়া হচ্ছে ২৮ এপ্রিলের টিকিট। কিন্তু টিকিট কাটতে গিয়ে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। টিকিট কাটার জন্য রাত থেকে লাইনে দাঁড়িয়ে টিকিট পাচ্ছেন না বলে তারা অভিযোগ করেছেন।

কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা গেছে, রেলের ঈদের অগ্রিম টিকিট বিক্রি প্রথম দিন গতকাল (২৩ এপ্রিল) যে পরিমাণ মানুষের ভিড় ছিল, আজ (২৪ এপ্রিল) কমলাপুর স্টেশনে, তার চেয়েও দ্বিগুণ ভিড়। কাউন্টার খুলেছে সকাল ৮টায়। টিকিট দেওয়া কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত। একযোগে ১৮টি কাউন্টারে টিকিট বিক্রি চলছে। দুটি কাউন্টারে নারী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে।

বাইরে বৈশাখের প্রচণ্ড তাপদাহ। তার ওপর স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি মানুষের উপস্থিতির কারণে স্টেশন এলাকায় প্রচণ্ড গরম। এর মধ্যেও হাজারো মানুষ লাইন ধরে অপেক্ষা করছেন কাঙ্খিত টিকিটের জন্য। গরম থেকে ক্ষাণিকটা স্বস্তির জন্য লাইনে দাঁড়ানো কেউ কেউ হাত পাখা ব্যবহার করছেন। আবার বিভিন্ন ম্যাগাজিন বা শক্ত কাগজ দিয়েও অনেককে বাতাস করতে দেখা গেছে।

রেলওয়ের তথ্য অনুযায়ী, ২৮ এপ্রিলের টিকিট দেওয়া হবে আজ ২৪ এপ্রিল (রোববার), এভাবে ২৯ এপ্রিলের টিকিট ২৫ এপ্রিল (সোমবার), ৩০ এপ্রিলের টিকিট ২৬ এপ্রিল (মঙ্গলবার) এবং ১ মের টিকিট ২৭ এপ্রিল (বুধবার) বিক্রি করা হবে।

কমলাপুর রেলস্টেশনসহ মোট পাঁচটি স্টেশন থেকে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। এর মধ্যে কমলাপুর স্টেশন থেকে পশ্চিমাঞ্চলগামী ও খুলনাগামী স্পেশাল ট্রেনের টিকিট, ঢাকা বিমানবন্দর থেকে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট, তেজগাঁও স্টেশন থেকে দেওয়া হচ্ছে ময়মনসিংহ, জামালপুরগামী ও দেওয়ানগঞ্জ স্পেশালসহ সব আন্তঃনগর ট্রেনের টিকিট, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে দেওয়া হচ্ছে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেস ট্রেনের টিকিট এবং ফুলবাড়িয়া (পুরোনো রেলওয়ে স্টেশন) থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

 

আইএনবি/বিভূঁইয়া