যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি নারীর নতুন রেকর্ড

আর্ন্তজাতিক ডেস্ক : দুই বাংলাদেশি যুক্তরাষ্ট্রে নতুন রেকর্ড গড়লেন । বাংলাদেশি দুই নারী প্রার্থী নিউইয়র্ক সিটি নির্বাচনে ইতিহাস গড়তে সক্ষম হয়েছেন । নিউ ইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে ডিস্ট্রিক্ট-৩৯ থেকে বেসরকারিভাবে প্রথম মুসলিম কাউন্সিলওমেন নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা হানিফ এবং কুইন্স কাউন্টির সিভিল আদালতের বিচারক পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন অ্যাটর্নি সোমা সাঈদ। বাংলাদেশি এই দুই নারী প্রার্থীর বিজয়ে নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রে নতুন রেকর্ড সৃষ্টি হলো। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।

মঙ্গলবার (২ নভেম্বর) অনুষ্ঠিত নিউ ইয়র্ক সিটির সাধারণ নির্বাচনের ফলাফলে জানা যায় মোট ভোটের ৯৮ দশমিক ৮১ ভাগ ফলাফলে ডেমোক্রেট প্রার্থী শাহানা হানিফ পেয়েছেন ২৮ হাজার ২৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ব্রেট উইনকুপ পেয়েছেন ২ হাজার ৫২২ ভোট।
এদিকে কুইন্স কাউন্টি বিচারক পদে অ্যাটর্নি সোমা সাঈদ পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির উইলিয়াম ডি শানাহান পেয়েছেন ৮৮ হাজার ৬২ ভোট।প্রাপ্ত ভোটের যে ব্যবধান রয়েছে তাতে শাহানা হানিফ এবং অ্যাটর্নি সোমা সাঈদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তবে আগামী ১৫ নভেম্বর মেইল ইন এবং অ্যাবসেন্টি ব্যালট গণনার জন্য চূড়ান্ত ফল জানা যাবে। এতে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর জয়ের সম্ভাবনা খুবই কম।
এর আগে চলতি বছরে তিনি ২২ জুনের প্রাইমারিতে জয়ী হয়ে সাধারণ নির্বাচনে ডেমোক্রাটিক পার্টির আনুষ্ঠানিক মনোনয়ন পান অ্যাটর্নি সোমা সাঈদ। দশ বছরের জন্য তিনি এই পদে আসীন থাকবেন। তাঁর আদালতে ২৫ হাজার ডলার পর্যন্ত মামলার শুনানি করার এখতিয়ার থাকবে।

আইএনবি/বিভূঁইয়া