আর্ন্তজাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ দাবি করে আগাম নির্বাচনের জোর দাবি জানিয়েছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। দলটি বলছে, ইমরান খানের পদত্যাগ এখন জনগণের দাবি। স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, দেশে মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ায় গত শুক্রবার ইসলামাবাদের বিভিন্ন স্থানে র্যালি ও বিক্ষোভ-সমাবেশ করেছে পিপিপি। আগাম নির্বাচনের দাবি করে ক্ষমতাসীন সরকারের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ দাবি করেছেন তারা।
বিক্ষোভে পিপিপির ভাইস-প্রেসিডেন্ট সিনেটর শেরি রহমান বলেন, ‘পিপিপি পাকিস্তানের জনগণের সঙ্গে রয়েছে। জনগণের মতো তারা একই অবস্থানে রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে ইমরান খানের পদত্যাগ দাবি জনগণের দাবিতে পরিণত হয়েছে।’
শেরি উল্লেখ করেন, প্রত্যেকে রাস্তায় নেমে এসেছে। এই অদক্ষ সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে। বিশ্বব্যাংকের হিসাব মতে পাকিস্তানে মুদ্রাস্ফীতি ৯ শতাংশে পৌঁছেছে যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।
এই সমস্যা সমাধান বাদ দিয়ে মুদ্রাস্ফীতি আরও বাড়ার কথা জানিয়েছে সরকার। মূলত এ কারণেই পিপিপি মুদ্রাস্ফীতি ও অপরিহার্য সমস্যা কাটিয়ে উঠতে বিক্ষোভ করছে বলে জানান রহমান।
বিক্ষোভ চলাকালীন সিন্ধুপ্রদেশের ক্ষমতাসীন দল পিপিপিকে রাস্তায় সাহায্য করেছে পুলিশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নির্দেশনা মানায় পিপিপির নেতারা ক্ষমতাসীন সরকারকে অভিযুক্ত করেছেন। ওই নির্দেশনার ফলে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং ব্যবসায়িক কর্মকাণ্ড কমে গিয়ে দেশে মানব সংকট তৈরি হচ্ছে বলে তারা দাবি করছেন।
সূত্র : এএনআই
আইএনবি/বিভূঁইয়া