আন্তর্জাতিক ডেস্ক: কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা আজ মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, ইন্দোনেশিয়া এবং পূর্ব তিমুরে বন্যা, ভূমিধস ও ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে একশ ৫০ জনে ঠেকেছে।
আল-জাজিরার ওই প্রতিবেদনে বলা হয়েছে, এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এমনকি কয়েক হাজার মানুষ ঘরহারা হয়ে পড়েছে।
জানা গেছে, আকস্মিক বন্যার পর ভূমিধস এবং ঘূর্ণিঝড়ের কারণে ইন্দোনেশিয়ার ফ্লোরস দ্বীপপুঞ্জ থেকে পূর্ব তিমুর পর্যন্ত অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানিতে তলিয়ে গেছে বহু ঘরবাড়ি।
ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার দাবি, এখন পর্যন্ত ১৩০ জনের মৃত্যু হয়েছে। পূর্ব তিমুরের কর্মকর্তারা বলছেন, ২৭ জনের মৃত্যু হয়েছে সেখানে।
বন্যায় হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। সবাইকে সতর্কভাবে চলার অনুরোধ জানিয়েছেন তিনি।
সূত্র: আল-জাজিরা
আইএনবি/বিভূঁইয়া