মুম্বাইয়ে হাসপাতালে আগুন, করোনা রোগীসহ নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মুম্বাইয়ে একটি হাসপাতালে আগুন লেগে এখনো পর্যন্ত অন্তত ১০ জন নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে শহরের সানরাইজ হসপিটালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা যায়, এ ঘটনায় নিহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন, নিসার জাভেদচাদ (৭৪), মুঙ্গেকাট (৬৬), গোবিন্দলাল দাদ (৮০) । আগুন নেভাতে স্থানীয় ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট এবং ১০টি বড় ওয়াটার ট্যাঙ্কার কাজ করেছে।

রয়টার্স জানায়, ওই হাসপাতালে ভর্তি থাকা ৭০ জনের বেশি করোনা আক্রান্ত রোগীকে উদ্ধার করে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। যাদের মধ্যে অন্তত ৭ জন ছিলেন ভেন্টিলেটর সাপোর্টে।

মুম্বাই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা প্রশান্ত কড়ম জানান, গতকাল রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে হাসপাতালটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ চালায়।

জানা যায়, হাসপাতালটিতে ৭৬ জন রোগী ছিল। তাদের মধ্যে ৭৩ জনই করোনা রোগী।
সূত্র: রয়টার্স, টাইমস অব ইন্ডিয়া।

আইএনবি/বিভূঁইয়া