আইএনবি নিউজ: রাজধানীর মিরপুর শাহ্আলী এলাকা থেকে জাল ভিসা প্রতারকচক্রের মূল হোতা সিদ্দিকুর রহমান ওরফে সিদ্দিক বিশ্বাসকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত সোয়া ২টার দিকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র্যাব-৪ এর একটি দল সিদ্দিকুর রহমানকে শাহ্আলীর কুসুমবাগ আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে।
র্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) সহকারি পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী জানান, গ্রেপ্তার সিদ্দিকুরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায়, দীর্ঘদিন থেকে মিরপুরের বিছিল, মাজার রোড ও মোহাম্মদপুরের রিং রোডে অক্টোপাস ২০১০ (বিডি) লি: নামে অফিস খুলে দেশের বিভিন্ন এলাকার নিরীহ মানুষকে মালয়েশিয়া, রাশিয়া, ইউরোপ ও ভারতসহ বিভিন্ন দেশে চাকরির প্রলোভন দেখিয়ে তাদের জাল ভিসা দিয়ে প্রতারণা করে আসছিলেন।
তিনি এসব অভিযোগের সত্যতা র্যাবের জিজজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আইএনবি/বি.ভূঁইয়া