হাতকড়াসহ পালালো আসামি, গ্রামবাসীর সহায়তায় আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের শিংপাড়া গ্রামে পুলিশকে যখম করে চুরির মামলায় এক অভিযুক্ত আসামি হাতকরা পড়া অবস্থায় দৌড়ে পালানোর পরে গ্রামবাসীর সহায়তায় ফের আটক হয়েছে।

এ ঘটনায় উজ্জ্বল হোসেন নামের এক পুলিশ সদস্যের হাতের আঙ্গুলের নখ উপরে গিয়ে যখম হয়। তিনি প্রাথমিক চিকিসা নিয়ে বিশ্রামে আছেন বলে জানিয়েছে পুলিশ।

আটককৃত আসামির নাম আমজাদ বাবু(৩৫)। সে ওই গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর দিবাগত রাতে সদর থানার গড়েয়া ইউনিয়নে আরাজী মাটিগাড়া গ্রামের অনিল চন্দ্র অধিকারীর বাসায় চুরি হয়। এ ঘটনায় তিনি সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি আমজাদ বাবুর নাম সন্দেহ করে উল্লেখ করেন।পরে গোপন সংবাদে ৮ জানুয়ারি বাবুর অবস্থান জানতে পেরে তাকে আটক করা হয়। ধরে আনার সময় বাবু পুলিশকে ধাক্কা দিয়ে জখম করে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ সদস্যরা গ্রামবাসীর সহায়তায় ফের তাকে ধরে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তানভীরুল ইসলাম জানান, আমজাদ বাবুকে চুরির মামলায় গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া