সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের থোয়াঙ্গা কাটা ঘোনার পাড়ার এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।

জানা গেছে, রামুর সন্ত্রাসী নুরুল আবছার ওরফে ল্যাং আবছার (৩৭) দুর্গম পাহাড়ি এলাকার একটি বাড়িতে এবং তার কয়েকজন সহযোগী ওই বাড়ি সংলগ্ন পাহাড়ে গোপন আস্তানায় অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে রামু ১০ পদাতিক ডিভিশনের একটি বিশেষ অভিযানিক দল ভোরে সন্ত্রাসীদের আটকের উদ্দেশ্যে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্ত্রাসী নুরুল আবছার ওরফে ল্যাং আবছার এবং তার সহযোগীরা অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে গভীর পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে অভিযানিক দল রামু গর্জনিয়া তদন্ত পুলিশের সদস্য ও স্থানীয় গ্রাম পুলিশের উপস্থিতিতে সন্ত্রাসীদের আশ্রিত বাড়ি এবং তৎসংলগ্ন গোপন আস্তানায় তল্লাশি চালায়।

এ সময় ২টি বিদেশি পিস্তল, বিদেশি পিস্তলের আদলে ১টি (ডামি) পিস্তল, ২টি একনালা বন্দুক, ৪৯টি পিস্তলের বুলেট, ৬টি রাইফেলের বুলেট, ৩টি কার্তুজ, ১টি কার্টার, ২টি ধারালো অস্ত্র (ক্রিচ), ২টি বাটন ফোন এবং সন্ত্রাসীদের ফেলে যাওয়া ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এ সময় ফাতেমা বেগম (২৫) নামে আফসারের ঘনিষ্ঠ এক নারীকে অস্ত্রসহ আটক করা হয়।

উল্লেখ্য, সন্ত্রাসী নুরুল আবছার ওরফে ল্যাং আবছার হত্যা, গুম, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি ও চোরাকারবারিসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ৪টি হত্যা মামলাসহ প্রায় ১০টি মামলা রয়েছে।

ল্যাং আবছারসহ এ ধরনের কুখ্যাত সন্ত্রাসীদের আটকের লক্ষ্যে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

আইএনবি/বিভূঁইয়া