সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ৬ সদস্য আটক

সাভার প্রতিনিধি: আশুলিয়ায় গতকাল মঙ্গলবার গভীর রাতে ভাদাইল ও পাবনারটেক এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছয় সদস্যকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন ইব্রাহিম (১৮), নাজমুল খান (১৮), ইসমাইল হোসেন রনি (১৮), তুষার মিয়া (১৮) ইব্রাহিম (১৮) ও আবদুল্লাহ নয়ন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির জানান, আশুলিয়ার শ্রীপুরে সম্প্রতি আটককৃতদের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করে। পরে তাদের চিহ্নিত করে আজ রাতে অভিযান চালিয়ে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আইএনবি/বিভূঁইয়া