লাইটার জাহাজের সঙ্গে অয়েল ট্যাংকারের সংঘর্ষ

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম বন্দরে শনিবার সকালে ডলফিন জেটিতে লাইটার জাহাজের সঙ্গে অয়েল ট্যাংকারের সংর্ঘষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ফলে অয়েল ট্যাংকারের তলা ফুটো হয়ে তেল কর্ণফুলী নদীতে ছড়িয়ে পড়েছে।

 

বৃহস্পতিবার রাত দুইটার দিকে কর্ণফুলীর মাঝনদী ৩ নম্বর ডলফিন জেটিতে বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত জ্বালানি তেল নিয়ে অয়েল ট্যাংকার দেশ-১ অবস্থান করছিলো এসময় লাইটার (ছোট) জাহাজ ‘সিটি ৩৮’ ধাক্কা দিলে ফুটো হয়ে যায় অয়েল ট্যাংকার।

কর্ণফুলী নদীতে ছড়িয়ে পড়া তেল তুলে নিচ্ছে বন্দর কর্তৃপক্ষ। সকাল থেকে এই পর্যন্ত নদী থেকে তোলা হয়েছে ৪ হাজার লিটার তেলসহ পানি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ‘বে ক্লিনার-১ ও ২ ‘কান্ডারী ১০ ও ১১ দুইটি লেবার বোট তেল তোলার কাজ করছে বলে জানিয়েছেন, বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, সংঘর্ষের পরপরই দুইটি জাহাজই আটক করা হয় এবং অয়েল ট্যাংকার থেকে নিঃসরিত তেল নদী থেকে তুলে নেওয়ার কাজ শুরু করা হয়। ছড়িয়ে পড়া তেল সংগ্রহ করাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।

আইএনবি/বিভূঁইয়া