লবণ মাঠের দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রামের বাঁশখালীতে লবণ মাঠের দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।

সোমবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বাঁশখালী থানার সরল ইউনিয়নের দক্ষিণ সরলচর এলাকার সরকারি জমির লবণ মাঠ দখল নিয়ে এ ঘটনা ঘটে।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ অন্যদের নগরীর বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরলচর এলাকায় সরকারি জমিতে গড়ে উঠা প্রায় ৪০০ একর লবণ মাঠ দখল নিয়ে স্থানীয় কবির গ্রুপ ও মনসুর গ্রুপের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে এই ঘটনা ঘটে।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, সরলচরে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিবেশ শান্ত রয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি।

আইএনবি/বিভূঁইয়া