রূপালী গিটারের নায়ক আইয়ুব বাচ্চু চলে যাওয়ার প্রথম বছর

বিনোদন ডেস্ক: গত বছর এই দিনেই ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু সবাইকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে।

আজ এই কিংবদন্তি গায়কের চলে যাওয়ার এক বছর। তিনি মাত্র ৫৬ বছর বয়সে সবাইকে অশ্রুসিক্ত করে চলে গিয়েছেন। তার মৃত্যুতে শোবিজ অঙ্গন সহ সবখানেই শোকের ছায়া নেমে আসে। পুরো সঙ্গীতাঙ্গন যেন নীরব হয়ে পড়ে, এক অজানা শূন্যতা হাহাকার করেছিল।

আইয়ুব বাচ্চু শুধু বাংলাদেশের মানুষের কাছেই জনপ্রিয় নন, দেশ বিদেশের সংগীতপ্রেমীদের কাছেও অনেক জনপ্রিয় তিনি। তার মৃত্যুতে কেঁদেছে কলকাতাও। এখনও তার ভক্তরা বিন্দু মাত্রই ভুলতে পারেননি তাকে। তাকে হারানোর পর তার গাওয়া গানগুলো যেন আরো বেশি অর্থবহ হয়ে উঠেছে। বিশেষ করে রূপালী গিটার গানটি জনপ্রিয়তার শীর্ষে।

বাংলাদেশের ব্যান্ড সঙ্গীত জগতে গিটার ও গানের ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন আইয়ুব বাচ্চু।

আইএনবি/বিভূঁইয়া