রাজারহাটে পত্রিকা বিক্রেতা কালিপদ মহন্তের পরলোক গমন

কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামের রাজারহাটে প্রবীন হকার কমরেড কালিপদ মহন্ত রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার তালুক গ্রামের নিজ বাড়িতে পরলোক গমন করেন (দিব্যান লোকান স্ব গচ্ছ তু)। তিনি দীর্ঘদিন যাবৎ এ্যাজমা ও ফুসফুসজনিত রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ১ ছেলে, ১ মেয়ে, সহধর্মিনী, আত্মীয়স্বজন,বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি স্বর্গীয় নগেন মহন্তের ছেলে। সোমবার (৪আগষ্ট) দুপুরে তাকে পারিবারিকভাবে সমাধিস্থ করা হয়েছে। পত্রিকা বিক্রিতা কালিপদ মহন্তের মৃত্যুতে উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রেসক্লাব রাজারহাট এর সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকতসহ উপজেলার
সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ তাঁর আত্মার মঙ্গল কামনা করে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। কালিপদ মহন্ত পাকিস্তান আমলে মাত্র ৫০পয়সার বিনিময়ে দৈনিক ইত্তেফাক পত্রিকা বিক্রি শুরু করেন।

প্রায় ৬০বছর তিনি বিভিন্ন পত্রিকা বিক্রি করেছেন। এর মধ্যে তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য ছিলেন। শ্রমিকদের ন্যায্য অধিকার নিয়ে তিনি আন্দোলন করতেন। অল্প শিক্ষিক কালিপদ মহন্ত পত্রিকা বিক্রেতা হলেও মার্ক্স- লেলিনবাদ,কমরেড মণিসিংহ, সালমান রুশদীর স্যাটার্নিক ভার্সেস ও স্টিফেন হকিং নিয়ে তিনি কথা বলতেন। এ কারণে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। দীর্ঘ সময় পত্রিকা বিক্রির টাকা দিয়ে তার সংসার চলতো। কিন্তু ৩বছর আগে তাঁর ফুসফুসে পানি জমে গেলে অর্থাভাবে তার চিকিৎসা করা সম্ভব হয়নি। সঠিক চিকিৎসার অভাবে তাকে বাড়িতেই অবস্থান করতে হয়েছিল।

আইএনবি/এম আ/বিভূঁইয়া