আইএনবি ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেফতার করেছে।
সোমবার (৪ নভেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, এ সময় সময় তাদের কাছ থেকে ৮৬০ গ্রাম গাঁজা, ৯ হাজার ৮৫ ইয়াবা ও ১১.৭৫ লিটার দেশি মদ জব্দ করা হয়। তাদের নামে থানায় ১২টি মামলা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া