রাজধানীতে ‌’কব্জিকাটা গ্রুপ’-এর পাগলা নাসিরসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

আইএনবি ডেস্ক: রাজধানীর মোহাম্মাদপুর ও আদাবরে অভিযান চালিয়ে ‘কব্জিকাটা গ্রুপ’-এর সদস্য মো. নাছির ওরফে পাগলা নাসিরসহ চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার অন্যরা হলেন, মো. শাহীন ওরফে মোটা শাহীন (৩২), মো. আলামিন (৩০) এবং মো. শহীদুল ইসলাম আপন (২৫)। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনটি ছুরি ও একটি চাকুসহ তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি খান আসিফ তপু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি ছিনতাইকারী চক্রটি মোহাম্মদপুর ও আদাবর এলাকার বিভিন্ন স্থানে ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ প্রস্তুতি গ্রহণ করেছে। গ্রেপ্তারকালে ছিনতাইকারীদের কাছ থেকে দেশীয় অস্ত্র তিনটি ছুরি ও একটি চাকু উদ্ধার করা হয়।’

তিনি জানান, গ্রেপ্তার মো. নাছির কব্জিকাটা গ্রুপের অন্যতম সদস্য আনোয়ারের সহযোগী। তার বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় আটটি মামলা রয়েছে।

পাগলা নাসির চাঁদাবাজি, মাদক ব্যবসা ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে মোহাম্মদপুর ও আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি তাদের থেকে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে পরবর্তীতে র‌্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আইএনবি/বিভূঁইয়া