যশোর প্রতিনিধি: যশোর শহরের মনিরউদ্দিন পেট্রোল পাম্পের পাশে শনিবার সকালে যাত্রীবাহী একটি বাসের মধ্যে থেকে হেলপার মো. বাপ্পি হোসেনের (২৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের শরীরের এলোপাতাড়ি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। নিহত বাপ্পি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার শংকরপাশা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বাসটির চালক এনামুল মৃধা বলেন, শুক্রবার বেলা তিনটার দিকে বাসটি নিয়ে ঢাকা থেকে যশোর শহরের মনিরউদ্দিন পেট্রোল পাম্পের পাশে পৌঁছান তারা। এরপর তিনি ও বাসের সুপারভাইজার উজ্জল বাসায় চলে যান। গাড়িতে রেখে যান বাসের হেলপার বাপ্পিকে। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে তারা বাসটি নিতে আসলে বাসের ভেতরে বাপ্পিকে পড়ে থাকতে দেখেন। পাশে একটি চাকু পড়ে ছিল।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বাবুল আক্তার জানান, নিহত বাপ্পির শরীরে এলোপাতাড়ি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, হত্যাকান্ডের কারণ উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। জিজ্ঞাসাবাদের জন্য বাসের চালক এনামুল মৃধাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া