মেট্রোর ছাদে যাত্রী, ট্রেন চলাচল বন্ধ

আইএনবি ডেস্ক: সচিবালয় স্টেশনে মেট্রোরেলের ছাদের ওপর দুই ব্যক্তি উঠে পড়ায় ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে।

রোববার (৩০ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

এর পর এক বার্তায় মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ সচিবালয় স্টেশনে মেট্রোরেলের ছাদের উপর দুই ব্যক্তি উঠে পড়ায় মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ আছে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

এদিকে এমআরটি পুলিশের সঙ্গে জানা গেছে, ওই দুই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। ছাদ থেকে তাদের নামানো হয়েছে। বর্তমানে তারা সুস্থ আছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।

আইএনবি/বিভূঁইয়া