মেজর জেনারেল সাকিল আহমেদ বিজিবি’র মহাপরিচালক হিসেবে যোগ দিলেন

আইএনবি ডেস্ক:বাংলাদেশ (বিজিবি) বর্ডার গার্ড এর নতুন মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন মেজর জেনারেল সাকিল আহমেদ। তিনি ২৮ ফেব্রুয়ারি অপরাহ্নে বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের কাছ থেকে মহাপরিচালকের দায়িত্বভার গ্রহণ করেন। বর্ডার গার্ড বাংলাদেশ-এ যোগদানের পূর্বে তিনি সেনা সদর দপ্তর-এ বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

মেজর জেনারেল সাকিল আহমেদ দেশে এবং বিদেশে বিভিন্ন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। তিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ওয়ার স্টাডিজে স্নাতকোত্তর, স্ট্র্যাটেজিক স্টাডিজে স্নাতকোত্তর এবং ডিফেন্স স্টাডিজে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এছাড়াও তিনি দেশে ও বিদেশে অসংখ্য পেশাদার প্রশিক্ষণ কোর্স, সেমিনার এবং সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেছেন। ডা. শাহনাজ সাকিল তার সহধর্মিণী। তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক।

আইএনবি/বিভূঁইয়া