মার্কিন পররাষ্ট্র দফতরে ব্রিফিংয়ে বেনজীর ও আজিজ প্রসঙ্গ

আইএনবি ডেস্ক:মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ ইস্যু উঠেছে । গতকাল এ দুজনকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজেদের অবস্থান ব্যক্ত করেছে ওয়াশিংটন।

আজিজ আহমেদ ও বেনজীর আহমেদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, আপনার উল্লেখ করা অভিযোগ ও গণমাধ্যমের প্রতিবেদন সম্পর্কে আমি অবগত। আমরা স্পষ্ট করেই বলেছি, আমরা বিশ্বাস করি দুর্নীতি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন বাধাগ্রস্ত করে; সরকারকে অস্থিতিশীল করে এবং গণতন্ত্রকে দুর্বল করে। এ প্রশাসনের শুরু থেকেই আমরা দুর্নীতিবিরোধী কৌশলকে একটি মূল জাতীয় নিরাপত্তার স্বার্থে পরিণত করেছি। এ কৌশল বাস্তবায়নের বিষয়ে বেশ কয়েকটি ঊর্ধ্বতন স্তরে আমাদের বিশদ পরিকল্পনা প্রকাশ করা হয়েছে। তবে আজকে আমার কাছে নতুন করে কিছু ঘোষণা করার নেই। এ ছাড়া নিষেধাজ্ঞা বা অন্যান্য পদক্ষেপ নেওয়ার আগে আমরা কিছু বলি না। вечные ссылки Join Wplay Casino and enjoy top-notch gaming in Colombia. Explore a wide range of games, fantastic bonuses, and free spins. Wplay registration is quick, giving you instant access to exclusive offers. Our support team is always ready to assist with any questions or issues. Play responsibly and take full advantage of the bonuses games and free spins available. Play with Wplay for an unforgettable online casino experience in Colombia!

এর আগে দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় দেশটি। গত সোমবার দিবাগত রাতে মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

আইএনবি / বিভূঁইয়া