আন্তর্জাতিক ডেস্ক: আজ মঙ্গলবার সাজাপ্রাপ্ত খুনের এক আসামিকে মসজিদের মাঠে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করেছে তালেবান কর্তৃপক্ষ। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।
এক বিবৃতিতে দেশটির প্রাদেশিক তথ্য কর্মকর্তারা জানান, লাগমান প্রদেশের কেন্দ্রে সুলতান গাজী বাবার শহরে অভিযুক্তকে জনসম্মুখে হত্যা করা হয়, যেন তিনি কষ্ট পান এবং অন্যদের জন্য এটি শিক্ষা হতে পারে।
কর্মকর্তারা জানান, ওই খুনির নাম আজমল, নাসিমের ছেলে। তিনি পাঁচজনকে খুন করেছেন।
দেশটির প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি বিভাগের এক কর্মকর্তা এএফপিকে বলেন, অভিযুক্তকে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনা অন্তত দুই হাজার লোক দেখেছেন। এর মধ্যে অভিযুক্তের আত্মীয়ও ছিল। শরীয়া আইনের অধীনে অভিযুক্তকে এ মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
একজন প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন, আমি একজন অপরাধীর শাস্তি হিসেবে তার মৃত্যুদণ্ড দেখলাম। তাকে গুলি করা হয়েছে। আমার যদি গণনা ভুল না হয় তাহলে তাকে ছয়বার গুলি করা হয়েছে। সে মারা গেছে কি না জানি না, কিন্তু গুলি করার পর তাকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়েছে।
প্রাদেশিক এক কর্মকর্তা জানান, আজমলকে একে-৪৭ দিয়ে গুলি করা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া