মডার্নার টিকা ৬ মাস বয়সী শিশুদের ওপর কার্যকর

আর্ন্তজাতিক ডেস্ক: করোনার টিকার কার্যকারিতা  ছয় মাস থেকে ছয় বছর বয়সী শিশুদের ওপর প্রমাণিত হয়েছে। যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যালস কোম্পানি মডার্না বুধবার এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২৫ মাইক্রোগ্রামের দুই ডোজ টিকা ছয় মাস থেকে ছয় বছর বয়সী শিশুদের ওপর যতটুকু অ্যান্টিবডি তৈরি করেছে ঠিক ততটুকু অ্যান্টিবডি ১০০ মাইক্রোগ্রামের দুই ডোজ টিকা ১৮ থেকে ২৫ বছর বয়সীদের দেহে তৈরি করতে সক্ষম। এতে বোঝা যাচ্ছে করোনার টিকা শিশুদের  তরুণদের সমপর্যায়ের সুরক্ষা দিতে সক্ষম।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মডার্না জানিয়েছে, তারা টিকাটির অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিস্ট্রেশন, ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি অন্যান্য বৈশ্বিক নিয়ন্ত্রণ সংস্থার কাছে আবেদন করবে।

বিবৃতিতে মডার্নার প্রধান নির্বাহি স্টিফেন ব্যান্সেল বলেছেন, ‘ছয় বছরের কম বয়সী শিশুদের অভিভাবকদের জন্য এটি সুসংবাদ। আমাদের কাছে এখন ছয় মাস বয়সী শিশু ও প্রাপ্তবয়স্কদের ওপর টিকার কার্যকারিতা সম্পর্কে ক্লিনিকাল তথ্য রয়েছে।’

 

আইএনবি/বিভূঁইয়া