ভারত থেকে পালাতে পারে লাখ লাখ মুসলিম

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, নরেন্দ মোদী সরকারের নীতির কারণে দক্ষিণ এশিয়ায় নতুন করে ব্যাপক শরণার্থী সঙ্কটের ঝুঁকি তৈরি হয়েছে।

জেনেভায় সম্প্রতি শরনার্থী বিষয়ক আর্ন্তজাতিক সম্মেলনে ইমরান খান বলেন, ভারতের নতুন বৈষম্যমূলক নাগরিকত্ব আইন এবং কাশ্মীর পরিস্থিতির কারণে লাখ লাখ মুসলিম ভারত থেকে পালাতে পারে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী হুশিয়ারি দেন, বড় ধরনের শরনার্থী সঙ্কট দেখা দিলে দুই প্রতিবেশি দেশের মধ্যে যুদ্ধ লেগে যেতে পারে। দুই পারমানবিক অস্ত্রধর দেশের মধ্যে সংঘাত শুরু হওয়ার আশঙ্খা নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেন তিনি।

ইমরান খান তার বক্তব্য আরোও বলেন, পাকিস্তান প্রায় ৪০ বছরে ১৫ লাখ আফগান শরনার্থীকে আশ্রয় দিয়েছে। ’আমাদের পক্ষে নতুন করে আর শরনার্থীদের জায়গা দেওয়া সম্ভব না’।

আর্ন্তজাতিক সম্প্রদায়ের দৃষ্টি আর্কষণ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, সব দেশের এই বিষয়ে নজর দেয়া উচিৎ। আর্ন্তজাতিক সম্প্রদায়ের উচিৎ এখনই ভারতের ওপর চাপ প্রয়োগ করা। তাহলেই হয়তো আমরা ভবিষ্যতে এই সঙ্কট এড়িয়ে যেতে পারবো।

আইএনবি/বিভূঁইয়া