ভারত থেকে করোনা ভ্যাকসিনের প্রথম চালান এলো

আইএনবি ডেস্ক: করোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম চালান ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৫০ লাখ ডোজ ঢাকায় এসেছে।

সোমবার (২৫ জানুয়ারি) সকাল ১০টা ৫৭ মিনিটের দিকে হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট ভ্যাকসিন নিয়ে অবতরণ করে।

গত ২০ জানুয়ারি উপহার হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ করোনাভাইরাসের ভ্যাকসিন বাংলাদেশকে দিয়েছে ভারত সরকার।

প্রসঙ্গত, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি ডোজ ভ্যাকসিন পেতে গত ৫ নভেম্বর উৎপাদনকারী প্রতিষ্ঠান ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বেক্সিমকো ফার্মা ও বাংলাদেশ সরকারের ত্রিপক্ষীয় চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী প্রথম চালানের ৫০ লাখ ডোজ টিকা আজ আসলো। চুক্তির শর্ত অনুযায়ী, বাংলাদেশ পর্যায়ক্রমে তিন কোটি ভ্যাকসিন পাবে।

আইএনবি/ বিভূঁইয়া