ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া ( নবীনগর ) প্রতিনিধি: ভালো শিক্ষার পাশাপাশি ভালো মানুষ গড়তে চাই”এ শ্লোগানকে সামনে রেখে আজ ৩০ এপ্রিল, বুধবার সকাল ১০ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্যতম খ্যাতিমান শিক্ষা প্রতিষ্ঠান”লাউর ফতেহ্পুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ”-এ অনুষ্ঠিত হলো এইচএসসি ২০২৫ সনের পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ।

আসন্ন এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে কিভাবে প্রতিবারের ন্যায় এবারও ফলাফলের ধারা অব্যাহত রাখা যায় এসকল বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপস্থিত সকল অতিথি,প্রভাষক ও অভিভাবকবৃন্দ।

অভিভাবকদের উপস্থিতিতে পুরো অডিটোরিয়াম ছিলো কানায়-কানায় পূর্ণ এবং শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো কলেজ ক্যাম্পাসটিই ছিলো আজ বেশ মুখরিত।

পবিত্র মাহে রামাদান মাসের ২০ তারিখ পর্যন্ত বিশেষ ক্লাস করানো এবং বর্তমানে সপ্তাহের নিয়মিত ক্লাসের অতিরিক্ত শুক্রবার ও শনিবারে বিশেষ ক্লাস পরিচালনা, হোম ভিজিট এবং গাইড প্রোগ্রামের মাধ্যমে পরীক্ষার্থীদের প্রস্তুত করা হচ্ছে বলে জানান কলেজের অধ্যক্ষ মহোদয়।

প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য ১ জন শিক্ষককে গাইড হিসেবে বিশেষ দায়িত্ব প্রদান করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন বর্তমান সরকার সকল কলেজের পরীক্ষার কেন্দ্র রদবদলের সিদ্ধান্ত নেন এবং যেসব কলেজের পরীক্ষার্থীর সংখ্যা বেশি সেসব কলেজের কেন্দ্র বিভক্তও করে দেন।
শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত কেন্দ্র তালিকা অনুযায়ী লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা শাখার কেন্দ্র নবীনগর সরকারি কলেজে এবং মানবিক শাখার কেন্দ্র সলিমগঞ্জ কলেজে আর শ্যামগ্রাম মোহিনী কিশোর কলেজের কেন্দ্র লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজে নির্ধারণ করা হয়েছে।

অধ্যক্ষ জনাব ইকবাল হুসেন আরও জানান কলেজের প্রতিষ্ঠাতা জনাব ব্যারিস্টার জাকির আহাম্মদ মহোদয়ের কঠোর নির্দেশ অনুযায়ী প্রতিবারের ন্যায় এবারও ফলাফলের ধারা অব্যাহত রাখতে আমরা বদ্ধপরিকর।আশাকরি আমরা সফল হবো।

কলেজের প্রতিষ্ঠাতা এবং এলাকাবাসীর স্বপ্ন পূরণের লক্ষ্যে মানোন্নত শিক্ষার বাতিঘর হিসেবে উক্ত কলেজটিকে দেশের সেরা বানাতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন অধ্যক্ষ জনাব ইকবাল হুসেন।

আইএনবি/বিভূঁইয়া