ব্যাংকে ডাকাতির পরিকল্পনা, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলে ব্যাংক ডাকাতির সংঘবদ্ধ একটি চক্রের পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে রবিবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য মিনাইস গেরাইসের ভারগিনহা শহরে চালানো আগাম ওই অভিযানে ডাকাতির সঙ্গে জড়িত চক্রটির ২০ সদস্য নিহত হয়েছেন।

খবর ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের।

ব্রাজিলের ফেডারেল হাইওয়ে পুলিশ জানিয়েছে, শহরটির বিভিন্ন ব্যাংকের স্থানীয় শাখা ও এটিএম বুথে ডাকাতি করতে পার্শ্ববর্তী দুটি খামারে জড়ো হন কয়েকজন। এমন খবর পেয়ে পুলিশ খামার দুটিতে আলাদা অভিযান চালায়। অভিযানে একটি খামারে ডাকাতির সঙ্গে জড়িত চক্রের ১৮ সদস্য নিহত হয়েছেন। অন্য খামারে চালানো অভিযানে মারা গেছেন দুইজন।

অভিযানে খামার দুটি থেকে রাইফেল ও গ্রেনেডসহ বিপুল অস্ত্র জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া চুরি করে আনা কয়েকটি যানবাহনও জব্দ করা হয়েছে। ডাকাতি করে পালানোর সময় পথে এসব যানবাহনে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের পরিকল্পনা ছিল অপরাধীদের। এজন্য বিভিন্ন জায়গা থেকে যানবাহনগুলো চুরি করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

 

আইএনবি/বিভূঁইয়া