বেশি দামের আশায় ঘোড়ার মাংসকে গরুর মাংস বলে বিক্রি

রাঙামাটি প্রতিনিধি রাঙামাটি শহরে সোমবার (২২ জুন) দুপুরে শহরের রিজার্ভ বাজারে ঘোড়ার মাংসকে গরুর মাংস বলে বিক্রি করার অপরাধে নুরুল আফসার (৪৮) ও আইয়ুব আলী (২৯) নামে দুই মাংস বিক্রেতাকে ৬ দিনের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, রাঙামাটির লংগদু উপজেলাধীন মাইনী থেকে লঞ্চযোগে রিজার্ভ বাজারে এসে গরু বলে ঘোড়ার মাংস বিক্রি করতে থাকেন কারাদণ্ডপ্রাপ্ত ২ ব্যক্তিসহ ৩ জন। এ সময় স্থানীয় কয়েকজন ক্রেতার সন্দেহ হলে ওই দুইজনকে আটক করে জিজ্ঞাসা করা হয়। তখন তারা স্বীকার করেন এগুলো মূলত ঘোড়ার মাংস। বেশি দাম পাওয়ার আশায় তারা এমনটি করেছেন।

পরে রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ২ ব্যক্তিকে ৬ দিনের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠান। এ ঘটনায় অপর মাংস বিক্রেতা জাকির পালিয়ে গেছেন। এই ৩ মাংস বিক্রেতার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

আইএনবি/বিভূঁইয়া