আর্ন্তজাতিক ডেস্ক: বেলারুশের বিরোধীদলীয় নেতা সের্গেই টিখানভস্কিকে বেশ কয়েকটি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় ১৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার তাকে এ শাস্তি প্রদান করেছে দেশটির আদালত। তার বিরুদ্ধে দাঙ্গা সংগঠনের অভিযোগ রয়েছে।
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বেলারুশের শাসক লুকাশেঙ্কোকে প্রতিদ্বন্দ্বী হিসেবে চ্যালেঞ্জ করতে চান টিখানভস্কি; কিন্তু ভোটের আগেই তাকে আটক করা হয়।
তার স্ত্রী স্বেতলানা টিখানভস্কায়া টিখানভস্কির জায়গায় আগস্টের নির্বাচনে জয় দাবি করেন। সেই সঙ্গে নিরাপত্তা নিয়েও চিন্তিত ছিলেন তিনি। এরপর সন্তানসহ তাকে জোরপূর্বক নির্বাসনে পাঠানো হয়।
মঙ্গলবার টিখানভস্কির স্ত্রী আদালতের বিচারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন এবং লুকাশেঙ্কোর সঙ্গে ব্যক্তিগত বিরোধের জের ধরে তাকে সাজা দেওয়া হয়েছে বলে জানান তিনি। টিখানভস্কির এই সাজার বিরুদ্ধে মুখ খুলেছে যুক্তরাজ্য ও জার্মানি ও অন্যান্য বিরোধী দল।
টিখানভস্কির পাশাপাশি পাঁচ বিরোধী ব্যক্তিত্বকেও সাজা প্রদান করা হয়েছে। তাদের ১৪ থেকে ১৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে প্রবীণ রাজনীতিবিদ মিকোলা স্ট্যাটকেভিচও আছেন।

আইএনবি/বিভূঁইয়া