বিশ্বজুড়ে মৃতের সংখ্যা প্রায় ১ লাখ ৭৮ হাজার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় ২ হাজার ৮ শ’ জনের মৃত্যুতে এ সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে।

বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছাড়িয়ে পড়া করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৭৭ হাজার ৭১৮ জন এবং আক্রান্ত হয়েছেন ২৫ লাখ ৬০ হাজার ৬৩ জন। বুধবার মার্কিন করোনা জরিপ সংস্থা জনস হপকিন্স বিশ^বিদ্যালয়ের পরিসংখ্যানে এ পর্যন্ত করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৬ লাখ ৯৬ হাজার ২৩০ জন। ওয়ার্ল্ডোমিটার, সিএনএন

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা সব দেশকে ছাড়িয়ে গেছে। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৮ লাখ ১৯ হাজার ১৭৫ জন এবং মারা গেছেন ৪৫ হাজার ৩৪৩ জন। সুস্থ হয়েছে ৮২ হাজার ৭৯৩ জন।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি করোনা আক্রান্ত অঙ্গরাজ্য নিউইয়র্কে এ সংখ্যা দেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৬ হাজার ৫৫৫ জন। মৃত্যু হয়েছে ১৯ হাজার ৬৯৩ জনের। নিউ জার্সিতে আক্রান্ত ৮৮ হাজার ৮০৬ জন এবং মৃত্যু হয়েছে ৪ হাজার ৩৭৭ জনের। ম্যাসাচুসেটস ও মিশিগানে আক্রান্ত ও মৃতের সংখ্যা অনেক।

স্পেনে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪ হাজার ১৭৮ জন। মারা গেছেন ২১ হাজার ২৮২ জন।

ইতালিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৯৫৭ জন এবং মারা গেছেন ২৪ হাজার ৬৪৮ জন।

ফ্রান্সে আক্রান্ত হেেছন ১ লাখ ৫৮ হাজার ৫০ জন। মারা গেছেন ২০হাজার ৭৯৬ জন।

আইএনবি/বিভূঁইয়া