বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা কৃতজ্ঞচিত্তে জাতি স্নরন রাখবে:মাহাবুব-উল আলম হানিফ

নিজস্ব প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপনে আলোচনা ও ফ্রেন্ডস অব বাংলাদেশ, ইন্ডিয়া সমারহের নেতৃবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, মহান মুক্তিযুদ্ধে তৎকালীন ভারত সরকারের ভূমিকা অপরিসীম। তখন তারা আমাদের ১ কোটি ২০ লক্ষ শরণার্থীকে আশ্রয় দিয়েছিলো। ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। জাতির জনকের দেখানো পথে ও মুক্তিযুদ্ধের চেতনায় শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে তিনি সকলের প্রতি উদাত্ত আহবান জানান।

আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল ১১ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে “ফ্রেন্ডস অব বাংলাদেশ সমন্বয় কমিটি’ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার জাকির আহাম্মদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরোও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের গবেষক শামসুল আরেফিন, পংকজ নাথ এমপি, সাবেক এমপি আব্দুল ওয়াদুূদ দারা, ভারত থেকে আগত নেতৃবৃন্দের মধ্যে সত্যম রায় চৌধূরী, বিল্পব গাঙ্গুলী,ড. রাধা তমাল গোস্বামী,তপশ্রী গুপ্ত,শংকর মন্ডল প্রমুখ।

সভাপতির বক্তব্যে ব্যারিস্টার জাকির আহাম্মদ বলেন, মুজিব শতবর্ষে দাঁড়িয়ে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণই হউক আমাদের অঙ্গীকার।

সকল বক্তারা বক্তব্যে বাংলাদেশ- ভারত মৈত্রী দীর্ঘস্থায়ী করতে তরুন প্রজন্মের প্রতি আহবান জানান।

আলোচনা সভা শেষে দুই দেশের নেতৃবৃন্দ ব্যারিস্টার জাকির আহাম্মদের সৌজন্যে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।

আইএনবি নিউজ টোয়ান্টিফোর ডটকম