বরিশালে বাম জোটের মিছিল নিয়ন্ত্রণে পুলিশ

বরিশাল প্রতিনিধি: বরিশালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিক্রিয়ায় সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত অর্ধদিবস হরতালে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে বাম গণতান্ত্রিক জোট।

আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল থেকে বরিশাল নগরীর সদর রোডে বাম গণতান্ত্রিক বরিশাল জেলা শাখা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের চেষ্টা করে।

হরতালকরীরা জানান, নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে সরকার যে ‘একতরফা’ ও ‘প্রহসনের নির্বাচনের দিকে’ এগিয়ে যাচ্ছে, তা আবারও প্রমাণিত হলো। এ কারণে ‘আমরা বাম গণতান্ত্রিক জোট অর্ধদিবস হরতাল ডেকেছি। আশা করছি, আমাদের এই হরতালে জনসাধারণ আমাদের পাশে থাকবে এবং ‘একতরফা নির্বাচনের বিরুদ্ধে’ রুখে দাঁড়াবে।’

বরিশাল নগরীতে গণতান্ত্রিক বাম জোটের হরতাল চলাকালে যান চলাচলে যাতে বাধা সৃষ্টি না হয় সে জন্য বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

হরতালে নাশকতার আশঙ্কায় বরিশাল নগরীর মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। নগরীর একাধিক প্রধান সড়কে হরতাল সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করেছে গণতান্ত্রিক বাম জোটের নেতাকর্মীরা।

 

আইএনবি/বিভূঁইয়া