পুরান ঢাকায় ভবনে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ

আইএনবি ডেস্ক: রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজারে পাঁচতলা ভবনের নিচতলায় গ্যাসের সরবরাহ লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিকট শব্দে ভবনটির নিচতলা পুরোটাসহ ওপরের কিছু অংশে ধসে গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা নিরাপত্তার স্বার্থে ভবনের বাসিন্দাদের বের করে নিয়ে আসে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ এই তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (১৪ ডিসেম্বর) দিনগত রাত ১টা ৪৩ মিনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে এবং ভবনটি ধসে পড়ে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

 

আইএনবি/বিভূঁইয়া