পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বলায় মার্কিন রাষ্ট্রদূতকে যা বলল রাশিয়া

আর্ন্তজাতিক ডেস্ক: রাশিয়ায় নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যমে বলা হয়েছে, জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বলার পরিপ্রেক্ষিতে মার্কিন রাষ্ট্রদূত জন সুলেভানকে ডেকে সতর্ক করেছে রাশিয়া।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, প্রেসিডেন্ট জো বাইডেনের মতো এত উচ্চ পদের একজন রাষ্ট্রনায়কের এ ধরনের বিবৃতি— রাশিয়া-আমেরিকার সম্পর্ককে বিচ্ছিন্নের দ্বারাপ্রান্তে নিয়ে গেছে। রাশিয়ায় নিয়োজিত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের কাছে মস্কো প্রতিবাদস্বরূপ আনুষ্ঠানিক চিঠি ধরিয়ে দিয়েছে।

গত ১৬ মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রথমবারের মতো ‘যুদ্ধাপরাধী’ হিসেবে সম্বোধন করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

যুক্তরাষ্ট্র সময় বুধবার হোয়াইট হাউসের এক অনুষ্ঠান শেষে জো বাইডেন সাংবাদিকদের বলেন, আমি মনে করি তিনি (ভ্লাদিমির পুতিন) একজন যুদ্ধাপরাধী।

সূত্র: আল জাজিরা

আইএনবি/বিভূঁইয়া