টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে শুক্রবার সন্ধ্যায় উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পুঁটিবনিয়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে পাওনা ১২০০ টাকার জেরধরে এক রোহিঙ্গার দায়ের কোপে মোহাম্মদ আবু তৈয়ব(৩৫) নামের আরেক রোহিঙ্গা নাগরিক নিহত হয়েছেন।

নিহত ব্যক্তি উখিয়ায় বালুখালী রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা মোহাম্মদ আলমের ছেলে এবং পুঁটিবনিয়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে ডি-৩ ব্লকের ১৩২১ নম্বর কক্ষে বাসিন্দা বোন হাসিনা বেগমের বাসায় বসবাস করছিলেন।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন,অভিযুক্ত ব্যক্তিকে আটক করার জন্য অভিযান অব্যাহত রয়েছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আইএনবি/বিভূঁইয়া