পহেলা বৈশাখে বেড়ানোর কথা বলে স্কুলছাত্রীকে ধর্ষণ, প্রেমিক আটক

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে প্রেমের ফাঁদে ফেলে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল মিয়া নামের প্রেমিককে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বুধবার (১৬ এপ্রিল) রাতে বাসাইল থানার ওসি জালাল উদ্দিন এ তথ্য জানিয়েছেন। এর আগে, অভিযুক্ত ফয়সাল মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

অভিযুক্ত ফয়সাল মিয়া জেলার মির্জাপুর উপজেলার হাটফতেপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী ছাত্রী পৌর এলাকার একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, প্রায় পাঁচ মাস আগে ওই শিক্ষার্থীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় ফয়সাল মিয়ার। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

পরে গত পহেলা বৈশাখ সোমবার (১৪ এপ্রিল) বিকেলে ওই ছাত্রীকে বেড়ানোর কথা বলে মোটরসাইকেলে বাসাইল পূর্ব-মধ্যপাড়া এলাকায় বাসাইল মুজিব হাবিব ইসলামীয়া দাখিল মাদরাসার পেছনে নিয়ে যায়।

সেখানে পুকুরের পূর্বপাশে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে। এসময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে প্রেমিক ফয়সাল মিয়াকে আটকে রেখে মারধর করে। পরে অভিযুক্ত প্রেমিক ফয়সাল মিয়াকে পুলিশের কাছে হস্তান্তর করে স্থানীয়রা।

এ ঘটনায় মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে ওই ছাত্রী বাদি হয়ে ফয়সাল মিয়ার বিরুদ্ধে বাসাইল থানায় মামলা দায়ের করে। পরে বুধবার (১৬ এপ্রিল) দুপুরের দিকে অভিযুক্ত ফয়সাল মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বাসাইল থানার ওসি জালাল উদ্দিন বলেন, ‘স্থানীয়রা অভিযুক্তকে আটক করে থানায় সোপর্দ করে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। পরে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া