নারীকে বিবস্ত্র করে গ্রাম ঘোরালেন স্বামী

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজস্থানের প্রতাপগড় জেলায় গত বৃহস্পতিবার আদিবাসী এক নারীকে বেধড়ক মারধরের পর বিবস্ত্র করে পুরো গ্রাম ঘোরানোর অভিযোগ ওঠেছে তার স্বামীর বিরুদ্ধে। দেশটির পুলিশ গতকাল রাতে এ তথ্য জানিয়েছে।
খবর এনডিটিভির।

বর্বরোচিত ওই ঘটনার ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি তার বাড়ির সামনে ২১ বছরের ওই নারীকে বিবস্ত্র করছেন এবং পুরো গ্রাম ঘোরাচ্ছেন। এসময় ওই নারী সাহায্যের জন্য চিৎকার করছিলেন।

দেশটির পুলিশ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারীর বিরুদ্ধে তার স্বামীর অভিযোগ ছিল তিনি অন্য পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়েছেন। আর এর জেরে তাকে এ শাস্তি দিয়েছেন।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেছেন, এই ঘটনার জেরে ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কয়েক ঘণ্টার ব্যবধানে আরও কয়েকজন গ্রেপ্তার হয়েছেন।

রাজস্থানের ডিজিপি উমেশ মিশ্র বলেছেন, ওই নারীর বিয়ে হওয়া সত্ত্বেও আরেকজনের সঙ্গে বসবাস করতেন। একারণে তার শ্বশুরবাড়ির লোকজন তাকে অপহরণ করে তাদের গ্রামে নিয়ে যায়। এরপর মারধরের পর বিবস্ত্র করে গ্রাম ঘুরিয়েছে।

এ ঘটনায় নিন্দা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অশোক ঘেলট। তিনি এ ঘটনায় অভিযুক্তদের সাজা দিতে পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন।

 

আইএনবি/বিভূঁইয়া