নবীনগরে জয়নাল হত্যায় ধুম্রজাল সৃষ্টি করলে, সঠিক তদন্ত বিঘ্নিত হতে পারে:ব্যারিস্টার জাকির আহাম্মদ

ব্রাহ্মণবাড়িয়া (নবীনগর) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জয়নাল হত্যাকান্ড কে কেন্দ্র করে কেউ যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে বলে মন্তব্য করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জাকির আহাম্মদ।

গতকাল মঙ্গলবার (৭জুলাই) সকালে নিহত জয়নালের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া শেষে লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ অডিটোরিয়ামের জয়নালের পরিবারকে লাউর ফতেহপুর প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে নগদ অর্থপ্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার জাকির আহাম্মদ আরোও বলেন, জয়নাল হত্যায় ধুম্রজাল সৃষ্টি করলে, সঠিক তদন্ত বিঘ্নিত হতে পারে। তিনি তার বক্তব্যে নিহত জয়নাল হত্যাকান্ডের সাথে জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এবং নিহত জয়নালের পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে নিহত জয়নালের মায়ের হাতে লাউর ফতেহপুর প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে নগদ এক লক্ষ টাকা প্রদান করা হয়।

আরোও উপস্থিত ছিলেন- আওয়ামিলীগ নেতা আব্দুল্লাহ্ আল মাসুম, অধ্যক্ষ সৈয়দ আব্দুল কাইয়ুম, অধ্যাপক মাহাবুবুল আলম, প্রধান শিক্ষক শাহজাহান কবির, আল আমিন খান, ফিরুজ মেম্বার, ইদন মেম্বার, মজনু রানা ও নিহত জয়নালের পরিবারের সদস্যবৃন্দ, শিক্ষক, সাংবাদিক সহ এলাকার আরও অন্যান্য গন্যমান্য ব্যাক্তিবর্গ।

নিহত জয়নালের মা কান্না জড়িত কন্ঠে দ্রুত তার ছেলে হত্যার আসামীদের গ্রেফতারে দাবী করে ব্যারিস্টার জাকির আহাম্মদের সহযোগিতা কামনা করেন এবং তাদের পরিবারের পাশে থাকায় প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য- গত ২৩ শে জুন মঙ্গলবার ৩৫ বছর বয়সী জয়নাল মিয়াকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় গুরুতর আহত জয়নাল ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ৫দিন চিকিৎসাধীন থেকে ২৮ শে জুন রবিবার বিকেলে মৃত্যুবরন করেন।

আইএনবি/সম্পাদনা-বি.ভূঁইয়া