ধর্ষণের মামলা তুলে নেওয়ার চাপে স্কুলছাত্রীর বিষপান

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে গত ১১ সেপ্টেম্বর ধর্ষণের ঘটনায় করা মামলায় সাত লাখ টাকার বিনিময়ে তুলে নিতে আসামিপক্ষ চাপ দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ পরিস্থিতিতে ভুক্তভোগী ওই ছাত্রী গত রবিবার রাতে কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করে। বর্তমানে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ধর্ষণে অভিযুক্ত আইনজীবী এইচ এম হাবিবুর রহমান হাবিবের পক্ষে চাপ প্রদানকারী বিলাস বর্মণ ও মনোজ রায়ের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে গতকাল সন্ধ্যায় মামলা করেছেন স্কুলছাত্রীর বাবা।

ভুক্তভোগীর পরিবার জানায়, অভিযুক্ত আইনজীবী হাবিব জেলে থাকলেও পরোক্ষভাবে বিভিন্ন প্রভাবশালীর মাধ্যমে সমঝোতার জন্য চাপ দিয়ে যাচ্ছিলেন। সর্বশেষ সাত লাখ টাকায় মামলা তুলে নিতে চাপ দিতে থাকে তারা। এমনকি সমঝোতার কাগজপত্রও তৈরি করে ফেলে তারা। এই খবর শুনে রবিবার সন্ধ্যায় ওই স্কুলছাত্রী বাড়িতে থাকা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে।

আইএনবি/বিভূঁইয়া