দেবীদ্বারে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, ১ জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবীদ্বার উপজেলার ইউসুফপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই প্রার্থীর সমর্থদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে নৌকা প্রতীকের প্রার্থীর এক সমর্থকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় নৌকার প্রার্থীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান গতকাল মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ইউনিয়নের ইউসুফপুর ধানিস মার্কেটের সামনে এ ঘটনা ঘটে বলে জানান।

তিনি বলেন, মৃত সুরুজ মিয়া (৫০) ইউসুফপুর এলাকার বাসিন্দা। সপ্তম ধাপে আগামী ৭ ফেব্রুয়ারি সেখানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ওসি আরিফুর রহমান জানান, মঙ্গলবার রাতে নৌকা প্রতীকের প্রার্থী কবির হোসেন ও স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের মাজহারুল হক মামুনের সমর্থকদের মধ্যে মারামারির সময় নিচে পড়ে গিয়ে সুরুজ মিয়া নামের এক ব্যক্তি মারা গেছেন বলে জানতে পেরেছি। তবে ওই বৃদ্ধের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।

আইএনবি/বিভূঁইয়া