আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার রাজধানী শিউলের দক্ষিণাঞ্চলের ইচিয়ন শহরে নির্মাণাধীন একটি ওয়্যারহাউসে স্থানীয় সময় বুধবার দুপুরে অগ্নিকাণ্ড শুরু হয় এবং সন্ধ্যার দিকে আগুন নেভানো সম্ভব হয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ভয়াবহ আগুনে অনেকের সন্ধান এখনো পাওয়া যায়নি। ফলে নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে। আল-জাজিরা
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জেই-ইন পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্ট মন্ত্রীদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন বলে প্রেসিডেন্টসিয়াল ব্লু হাউসের মুখপাত্র জানিয়েছেন।
ভবন থেকে ৮ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। অন্য আরো ৩০ জন অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। স্কাই নিউজ
ওয়ারহাউজের বেজমেন্টে দাহ্য পদার্থ বিস্ফোরিত হয়ে আগুন লেগেছে এবং নিহতরা নির্মাণ শ্রমিক বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে ৭৮ জন কর্মী কাজ করছিলেন। বিবিসি
আইএনবি/বিভূঁইয়া