আইএনবি নিউজ: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর তেজগাঁওয়ের শান্তিনিকেতন এলাকায় নিজ বাসায় ব্যবসায়ী শাহ্ মো. তোবারক হোসেন হত্যার ঘটনায় পাঁচ জনকে আটক করেছে। ।

শনিবার (২৮ ডিসেম্বর) দিনগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, শান্তিনিকেতনে ব্যবসায়ী তোবারক হোসেন হত্যার ঘটনায় পাঁচ জনকে আটক করা হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
আইএনবি/বিভূঁইয়া