তুরস্কের হাসপাতালে অগ্নিকাণ্ডে আট করোনা রোগীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের দক্ষিণাঞ্চলের গাজিয়ানটেপ প্রদেশের বেসরকারি একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় করোনাভাইরাসে আক্রান্ত অন্তত আটজন রোগীর মৃত্যু হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সানকো ইউনিভার্সিটি হসপিটালে করোনা রোগীদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে এক রোগীকে অক্সিজেন দেওয়ার সময় আগুন ধরে যায়। ওই হাসপাতাল থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, এ ঘটনায় অন্তত সাতজন রোগী ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। অপর একজন পরে মারা যান। নিহতদের সবার বয়স ৬৫ থেকে ৮৫ বছরের মধ্যে।

সেখানে থাকা আরো ১৪ জন রোগীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এদিকে তুরস্কে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৯ লাখ ৮২ হাজার ৯০ জন এবং মারা গেছে ১৭ হাজার ছয়শ ১০ জন।

সূত্র: আল-জাজিরা

আইএনবি/বি.ভূঁইয়া