ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্র-জনতার অবস্থান

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ে রবিবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট কাঁচপুরে আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে অবস্থান নিয়েছে ছাত্র-জনতা।

সকাল থেকে বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়ার পাশাপাশি খণ্ড খণ্ড মিছিল করতে দেখা গেছে ছাত্র-জনতাকে।

কাঁচপুরে অবস্থান নেয়া এক ব্যক্তি জানান, হাজারো ছাত্র-জনতাকে হত্যা করে, পঙ্গু করে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগ আবারো দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। তারা দেশে নৈরাজ্য তৈরির জন্য কর্মসূচি দিয়েছে। আমরা ছাত্র-জনতা তাদের নৈরাজ্য রুখে দিতে সকাল থেকে অবস্থান নিয়েছি।

আইএনবি/বিভূঁইয়া