ঢাকায় শক্তিশালী ভূমিকম্প, রিখটার স্কেলে এর মাত্র ছিল ৫.৭

আইএনবি ডেস্ক: ঢাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্র ছিল ৫.৭। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে।

ভূমিকম্প সংঘটিত হওয়ার পর থেকে চারদিকে মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ভূমিকম্পে ঢাকার বিভিন্ন জায়গায় ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে।

রাজধানীর মগবাজারের এক বাসিন্দা  বলেন, হঠাৎ করে আমি খাট থেকে পড়ে গেছি। দৌড়ে নিচে চলে গেলাম। বাসার আশপাশের সবাই নিচে নেমে এসেছে। মানুষ খুবই উদ্বিগ্ন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। এটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে। এটি মাঝারি ধরনের।

তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ভূমিকম্পের সময় করণীয় সম্পর্কে একগুচ্ছ পরামর্শ দিয়েছে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পের সময় করণীয় হলো:

** কম্পন অনুভূত হলে আতঙ্কিত হবেন না।
** বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে টেবিল, ডেস্ক বা শক্ত আসবাবের নিচে আশ্রয় নিন।
** রান্নাঘরে থাকলে গ্যাস চুলা বন্ধ করে দ্রুত বের হয়ে আসুন।
** বিম, কলাম ও পিলারের কাছে আশ্রয় নিন।
** স্কুল বা শিক্ষাপ্রতিষ্ঠানে থাকলে স্কুলব্যাগ মাথায় নিয়ে শক্ত বেঞ্চ বা টেবিলের নিচে আশ্রয় নিন।
** ঘরের বাইরে থাকলে গাছ, উঁচু বাড়ি বা বৈদ্যুতিক খুঁটির কাছ থেকে দূরে খোলাস্থানে থাকুন।

** গার্মেন্টস ফ্যাক্টরি, হাসপাতাল, মার্কেট বা সিনেমা হলে থাকলে ** ভিড় এড়িয়ে দরজার সামনে নয়, মাথা ঢেকে বসে থাকুন।
** ভাঙা দেয়ালের নিচে চাপা পড়লে বেশি নড়াচড়া করবেন না; মুখ কাপড় দিয়ে ঢেকে রাখুন।

** একবার কম্পন থেমে গেলে আবারও কম্পন হতে পারে; তাই খালি জায়গায় গিয়ে আশ্রয় নিন।

** উপর তলায় থাকলে কম্পন না থামা পর্যন্ত অপেক্ষা করুন; লাফ দেওয়া বা লিফট ব্যবহার করবেন না।

** কম্পন থামলে সিঁড়ি ব্যবহার করে দ্রুত বাইরে বের হয়ে খোলা আকাশের নিচে অবস্থান করুন।

** গাড়িতে থাকলে পদচারী, সেতু, উড়ালসড়ক, গাছ ও বৈদ্যুতিক খুঁটির থেকে দূরে গাড়ি থামান এবং ভূমিকম্প শেষ না হওয়া পর্যন্ত গাড়ির ভিতরে থাকুন।

** বাড়িতে ব্যাটারিচালিত রেডিও, টর্চলাইট, পানি ও প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম রাখুন।

** ভবন নির্মাণের সময় সঠিক বিল্ডিং কোড মেনে চলুন।

ভূমিকম্পের এই ঘটনার পর সাধারণ জনগণকে সতর্ক থাকার পাশাপাশি সঠিক প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া